আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়কর নিরাময় কোয়ান্টাম হিলিং - ১



কোয়ান্টাম হিলিং: নিরাময়ের শাশ্বত প্রক্রিয়া নিরাময়ের এক শাশ্বত কার্যকর প্রক্রিয়া হচ্ছে কোয়ান্টাম যৌথ হিলিং । গত এক দশকে হাজার হাজার মানুষ এ প্রক্রিয়ায় যুক্ত হয়ে নিরাময়কে ত্বরান্বিত করেছেন, বালা-মুসিবত থেকে মুক্ত হয়েছেন। মাথাব্যথা, বাত ব্যথা, টিউমার, আলসার, গ্যাস্ট্রিক, হৃদরোগ ও নানা দূরারোগ্য ব্যাধি এবং অনেক জটিল সমস্যার সমাধানে ও সাফল্যের জন্যে মানুষ কখনো একবারের জন্যে, কখনোও ৪০ বারের জন্যে, কখনোও বা সারাবছরের জন্যে নাম দিয়েছেন এবং করুণাময়ের অনুগ্রহে নিরাময় লাভ করেছন। সদকা নিরাময়ের অনুঘটক হাজার হাজার মানুষের এই নিরাময় ও বালা-মুসিবত মুক্তির পেছনে রয়েছে সম্মিলিত প্রার্থনা ও সদকার কার্যকরী শক্তি। সদকার গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি( স: ) বলেছেন, "সদকা অকল্যাণের ৭০টা দরজা বন্ধ করে দেয়।

" "তোমরা অভাব ও বালা-মুসিবত দূরে সদকা দাও। " দান বা সদকা আমাদের হাজার বছরের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। নিয়ত করে আন্তরিক সদকা দেয়ার সাথে সাথে পরম প্রভুর রহমত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর যৌথ হিলিং- এ এর সাথে যুক্ত হয়েছে কোয়ান্টাম সমমর্মী অনুরণন বলয়ের (Quantum Compassionate Resonance Feild) নিরাময় স্পন্দন। কোয়ান্টাম যৌথ হিলিং- এর শক্তি রহস্য কালেকটিভ কনশাসনেস বা সম্মিলিত চেতনা বলয়ের প্রভাবে যৌথ হিলিং-এ সঞ্চারিত হয় এক নতুন শক্তি।

পদার্থবিদ ড. জন পলিনহর্ন যৌথ হিলিং-কে তুলনা করেছেন লেজার রশ্মির সাথে যা শক্তিশালী হয় তরঙ্গ প্রবাহের ঐকতানের ফলে। ড. ওয়াল্টার ওয়েস্টনের মতে যৌথ হিলিং-এর শক্তি বাড়ে সমগুণ হারে। অর্থাৎ ২ জন একসাথে হিলিং করলে তা হয় ৪ জনের সমান। ২ জন ( ২x২ ) = ৪ জন ১০ জন ( ১০ x ১০ ) = ১০০ জন ১০০ জন ( ১০০ x ১০০ ) = ১০,০০০ জন ১,০০০ জন ( ১,০০০ x ১,০০০ ) = ১০,০০,০০০ জন আর কোয়ান্টাম সমমর্মী অনুরণন বলয় এ শক্তিকে করে আরো ১০ গুণ। অর্থাৎ ২ জন (২ x ২ x ১০ ) = ৪০ জন ১০ জন ( ১০ x ১০ x ১০ ) = ১,০০০ জন ১০০ জন (১০০ x ১০০ x ১০০ ) = ১,০০,০০০ জন অর্থাৎ যখন ১০০ জন কোয়ান্টাম হিলিং- এ সমবেত হন তখন এ শক্তি দাঁড়ায় ১ লক্ষ মানুষের একক প্রার্থনার সমান।

সংগ্রহ: কোয়ান্টাম ফাউন্ডেশন ১১৯/পি, শান্তিনগর, ঢাকা-১২১৭। ৯৩৪১৪৪১,৮৩১৯৩৭৭ http://www.quanfey.org

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।