আমাদের কথা খুঁজে নিন

   

নেটের চেয়ে ম্যালেরিয়া নিরাময় জরুরি: গেটস

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ফিনানশিয়াল টাইমসের সাক্ষাৎকারে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, সমগ্র বিশ্বে ইন্টারনেট সংযোগ আর ম্যালারিয়ার নিরাময়ের মধ্যে কোনটা জরুরি।
জবাবে তিনি বলেছেন, “অগ্রাধিকার হিসেব করলে ইন্টারনেট সংযোগের বিষয়টি হাস্যকর।”
অন্যদিকে মার্ক জাকারবার্গের পরিকল্পনা ইন্টারনেট ডটঅরগ-এর মাধ্যমে বিশ্বের অধিকাংশ অংশে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া। সার্চ জায়ান্ট গুগলও প্রজেক্ট লুনের মাধ্যমে বৃহদাকার বেলুনের সাহায্যে উন্নয়নশীল দেশে ইন্টারনেট পৌঁছে দিতে চাচ্ছে।
বিল গেটস উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন, তিনিও ডিজিটাল বিপ্লবে বিশ্বাসী। কিন্তু যখন কেউ ম্যালেরিয়ায় বা কোনো শিশু ডায়ারিয়ায় মারা যেতে থাকবেন তখন এ প্রকল্পগুলো কোনো সাহায্য করতে পারবে না। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, স্কুল ইত্যাদিকে সংযুক্ত করা ভালো কথা। কিন্তু স্বল্পআয়ের দেশের মানুষের জন্য তা কোনো সুফল বয়ে আনবে না যদি সরাসরি ম্যালেরিয়ার মতো রোগের প্রতিষেধক নিয়ে কাজ না করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.