বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ শুধু দক্ষিণ এশিয়া নয়, পূর্ব, দক্ষিণ পূর্ব এবং মধ্য এশিয়া জুড়ে ভারতের প্রতিপত্তি বাড়াতে আর্জি জানালেন হিলারী ক্লিনটন। চেন্নাই এর একটি অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যত নির্ধারনে ভারতকেই নেতৃত্ব দিতে হবে। আগামী দিনের সুপার পাওয়ার চীনকে ঠেকানোর জন্য হিলারী ভারতকে উস্কে দিল। দক্ষিণ চীন সাগরে এবং দক্ষিণ এশিয় দেশগুলোতে চীনের আধিপত্য নজরে রেখে আমেরিকা ঝুকছে ভারতের দিকে। হিলারী বলেন, ভারত নিজেদের জলসীমার বাইরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ভারতে ভুমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।