আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা নির্বাসনে পাঠালাম/ উৎসর্গ : ব্লগার আরজুপনিকে

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ভালোবাসা, তোমাকে নিবার্সনে পাঠালাম। কোনোদিন রমণীর দিকে তাকাবো আর।

তার চোখ মুখ নাক কান আর বুকের টিলা। ভালোবাসা তুমি কি রমনীর নাক-কান-গলা, চোখে মুখে আর বুকের টিলায় থাকো ? তা না হলে ভালোবাসা নিবার্সনে পাঠানো মানে নাক কান গলা আর বুকের টিলার প্রসঙ্গ কেন আসে ? ভালোবাসা তুমি মনের গহীনে থাকো ? তাহলে চোখে পুড়ে মারো কেনো ? যাদের চোখ নেই, বধির, দৃষ্টিপ্রতিবন্ধি তারা কি ভালোবাসে না ? তারা কি ভালোবাসা নিবার্সনে পাঠায় ? ভালোবাসা তুমি কি দেহে থাকো না মনে ? না থাকো দুটোতেই, দুটোর মিলিত রূপ নাকি তুমি ? না রূপের আগুনে জ্বললেই ভালোবাসা হয় ? ভালোবাসা কি এই দুয়ের মিলিত রূপ, ফুলে ফুলে তাই উড়ে যায় তাই কি রঙিন মধুপ ? ২১.০৭.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.