আমাদের কথা খুঁজে নিন

   

আরেক নাভানার ইঞ্জিনিয়ার

http://www.facebook.com/Kobitar.Khata জোবায়ের বিন ইসলাম এর কীর্তির কথা শুনে নাভানার সিভিল ইঞ্জিনিয়ার এর কথা মন পড়ে গেল। যার প্রেমে ব্লগের অনেক রমনী কুপোকাত হয়েছিলেন। খুব অল্পসময়ে তরুণীদের মন জয় করা সেই নাভানা কে নিয়ে তরুণী মেয়েরা পাত্র চাই (দুষ্টামি পোষ্ট) শিরোনামে পোষ্ট করেছিলেন। আজ দেখলাম তেমনি আরেক লুলুকে নিয়ে ব্লগার রেজোওয়ানা মডারেটর এবং ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি........ শিরোনামে লিখেছেন। ধন্য লুলু ধন্য..... !!! নাভানার সিভিল ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত তার ভূল বুঝতে পেরেছিলেন।

জানিনা এই লুলু নিজের ভুল বুঝতে পারবে কিনা, ক্ষমা চাইবে কিনা। ক্ষমা না চাইলেও সমস্যা নাই, আমরা তাদেরকে ব্লগের জোকার হিসেবে নিয়ে নেব, ব্লগে বিনোদনের বড়ই অভাব, তারা হবে বিনোদনের খোরাক। পাদটিকা: নাভানার সিভিল ইঞ্জিনিয়ার সবার কাছে ক্ষমা চাইলেও ছাগুদের কাছে ক্ষমা চায়নি। এটা আমার কাছে একটি বিশেষ ঘটনা। আমার অনেক দিন মনে থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।