আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার সব সার্জেন্ট গুলা কি গাঁজা খাইয়া রাস্তায় নামে ????

মেজাজ চুরান্তো পর্যায় খারপ আসছে সামনে রমজান। ঢাকার রাস্তার এমন অবস্থা হইছে যে হাটার জায়গাটুকুও নেই। যেই দিকেই তাকাই ইয়া লম্বা লম্বা জ্যাম । আজ আমি প্রতি দিনের মতই ক্লাস শেষ করে আমি আর আমার দস্তো বাইকে করে বাসায় ফিরছিলাম। এর ই মধ্যে আমার আরেক দস্তো এসে আমায় অনুরোধ করলো তাকে একটু মৌচাক নামিয়ে দেয়ার জন্য কারন তার টিউশনের দেরী হয়ে গেছে আর রাস্তায় যে জ্যাম, মানুষের ভিড়ে বাসেও উঠতে পারছিলো না ব্যাচারা ।

তাই তাকে নিয়ে নিলাম আমাদের সঙ্গে। সোনারগাঁ সিগনালে এসে দাড়ালাম, ঠিক তখন ই এক শালার হলুদ সার্জেন্ট এসে বললো গাড়ি সাইড করেন। কাগজ পত্র চাইলো, দিলাম, দেখি সে মামলার সিলিপ লেখা শুরু করলো, এতো এতো অনুরোধ করলাম...না সে কিছুতেই মানবে না মামলা করবেই, ঠিক তখনই সিগনালে আরো ৪-৫ টা বাইক এসে দাড়ালো। তার মধ্য ২টি বাইকের ১টিতে ব্যাটা,ব্যাটার বৌ, আর তিন বাচ্চা (এক বাচ্চা বাইকের টাংকিতে , আরেক বাচ্চা ব্যাটা আর ব্যাটার বৌ এর মাঝখানে, আরেক বাচ্চা বৌ এর কোলে। অপর আরেকটি বাইকে একটা ছেলে আর ২টা মেয়ে( অদ্ভুত ভাবে বসছে না দেখলে বুঝবেন না ), আর এই দুই বাইকার এর এক জনের কাছেও হেলমেট ছিল না।

এর ই মধ্য আমার মামলা লেখা শেষ। শালার সার্জেন্ট তাদের দেখেও পুলিশ বক্স এর সামনে গিয়ে দাড়ায় রইলো। আমি কিছুক্ষন দেখে তারপর সার্জেন্ট এর কাছে গিয়ে জিজ্ঞাস করলাম আমাকে একা মামলা করলেন ওনাদের করলেন না.... শালা গাঁজাখোর বলল .."কাকে মামলা করবো না করবো সেটা আমার বেপার" আমি বললাম আপনি তে তাইলে আমার সাথে ইনসাফ করলেন না, এই কথা বলার সাথে সাথে হারামী আপনি থেকে তুই তে চলে গেলো ......বললো " আর একটা কথা বলবি তো আরো ২টা মামলা কইরা দিমু" মান ইজ্জত রাখতে ওই হারামীর সাথে আর কথা বললাম না। আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম। আমার কথা হল 'আইন সবার জন্য' ।

আমি মানি আমি ভুল করসি , কিন্তু শাস্তি কেন আমার একার জন্য। আমারদের দেশের পুলিশ এর অবস্থা এমন হইসে যে ..তারা নিজেদের কি মনে করে আল্লহি জানে। তারা মানুষের বন্ধু না তারা মানুষের বড় শত্রু। আজ খুবই কষ্টো পাইলাম এ রকম আচড়নে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।