ভাবনার ক্লেশ
কে জানে কখন কি হয়
মনের মাঝে অচিন ভয়
যদি সে আসে ফিরে
কোন এক ক্লান্ত ভোরে
নির্ঘুম রাত শেষে যখন আমি মৃতঃপ্রায়।
খুশির রাজ্যে বান উঠে
হয়তো ধরবো জড়িয়ে তারে
মনের কথার খই ফুটে
ঘুম যাবে পালিয়ে
কিংবা তারে ফিরিয়ে দিয়ে আবার সেই শূন্যময়।
কিংবা এলো সন্ধাবেলা
ঘুম থেকে উঠে একা
দেখি আছে দাঁড়িয়ে
সেই সে সবুজ মেয়ে
চোখের পাতার পলক হারিয়ে আমি তখন ভূতঃপ্রায়!
ভালোবেসে বলছি তারে
কেন তুমি যাও নি ভুলে
যোগ্যহীনের কথা ভেবে
এত কাল কি ছিলে বসে
কিংবা এলে দেখাতে সেই পুরনো দিনের অভিনয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।