আমি যখনি আমার ভাবনার রশিটা আলগা করি, তখন
অন্ধকার অবশন্নতার ‘সিড়ি’ উঠে আশে নিরবিগ্নে ।
নিরাপদ মাকড়শার মতন অলসতার সুতোর জাল বুনে মন;
বিষাক্ত সাপ এর মতন দুঃশপ্নের ছোবোল মাথার ভিতর ।
অলসতার আর দুঃশপ্নের মিশ্র মানবিক আবেগে আমার জলন;
তারপরও কোনো অলৌকিক সাম্পান রশি টানটান করে না ।
আমার ভাবনার ভেতর আরও বাস করে ১৪ কোটি চেতনা,
সংখ্যালঘু আপত্তি গুলো দানা বাধে ক্লান্ত পদব্রজের টানে,
নিঃস্প্রিহ ইছাগুলো ফিকে হওয়া চাদর এর ভাজের ভিতর,
অপেক্ষার লম্বা প্রহরগুলো মৌনো বিকালের ছায়ার মতোন,
এরকম আর অনেক ভাবনা শুষে নেয় আমার সজিবতা ।
কিছু ভাবনা রেজিসটারড চিঠির খামে করে আশে প্রতিখন,
টুকরো কষ্টগুলো গন্ধবিহিন সাদা কাগজের পাতায় ছন্দ,
খানখান হওয়া অভিমানগুলোর বিশুদ্ধ শরলিপিতে লেখা ।
কিছু ভাবনা বংশিবাদকের বাশির সুরে ভেশে ভেশে আশে,
অপমানের কাটার সুরের আধুনিক প্রলেপে সেইসব ছন্দ,
আমার ধমনির অনেক ভেতর বাজায় করুন বিউগল ।
আবার কিছু ভাবনা ফাকা রাশ্তায় দশমনি ট্রাকে চড়ে আশে,
অনুভুতিশুন্য চেতনার ভেতর অবাক হওয়ার বিকট হন বাজায়,
আর মৃত ভালবাসার সুগন্ধি রাশ্তায় নিমম ভাবে পিশেফেলে প্রেম ।
তখন খেপা মানুষ এর মতন প্রশ্নগুলো ধেয়ে আশে ট্রাকের দিকে,
চালক ভাবনা দ্রুততম ট্রেনের গতিতে পালিয়ে যায় দূরে কোথাও,
আবার ভালবাসার সুগন্ধি রাশ্তা নিজন চুপচাপ ।
আমি আবার আমার ভাবনার রশি টান করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।