আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার গড়মিল

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভাবনার গড়মিল তুমি যাকে হীরা বলো আমি বলি কাঁচ, তুমি যাকে ধোঁয়া বলো আমি বলি আঁচ। তুমি যাকে প্রেম বলো আমি বলি মোহ, তুমি যাকে সুখ বলো আমি বলি দ্রোহ। তুমি যাকে কাছে বলো আমি বলি দূরে, তুমি যাকে জ্বলা বলো আমি বলি পুড়ে। তুমি যাকে ঘৃণা বলো আমি বলি দ্বেষ, তুমি যাকে শুরু বলো আমি বলি শেষ। তুমি যাকে কাদা বলো আমি বলি মাটি, তুমি যাকে মেকি বলো আমি বলি খাঁটি। তুমি যাকে স্বপ্ন বলো আমি বলি আশা, তুমি যাকে কথা বলো আমি বলি ভাষা। তুমি যাকে মৃত্যু বলো আমি বলি বাঁচা, তুমি যাকে ঘর বলো আমি বলি খাঁচা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।