আমার চোখে বর্তমান...
বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের উপরে (২০১১ সালের একটি তথ্য মতে)। অন্যান্য উপসানালয়ের সংখ্যাও নেহায়েত কম নয়। এ বিপুল সংখ্যক স্থাপনা সপ্তাহের কেবল ১ দিন পূর্ন ব্যবহার হয়। বছরে প্রায় ৩০০ দিন বেশীর ভাগ জায়গা খালিই পড়ে থাকে।
অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের তেমন ফার্নিচার দরকার হয়না। কিন্তু উপযুক্ত জায়গার অভাবে তারা ভাল করতে পারছে না। মসজিদসহ অন্যান্য উপসানালয়ের প্রতিদিনের অতিরিক্ত জায়গা এ কোম্পানীগুলোর কাছে ভাড়া দেয়া যায় এমনভাবে যে, যে দিন গুলেোতে উপসানালয়ের জায়গা দরকার হবে, সেদিন তারা অফিস বন্ধ রেখে তাদের ফার্নিচারগুলো (যেটা বেশী পরিমান হতে পারবে না অবশ্যই) গুটিয়ে রাখবে, যাতে উপসানালয়ের কাজে ব্যঘাত না ঘটে।
এ উপসানালয়গুলো বেশীর ভাগই আর্থিকভাবে স্বচ্ছল নয়। এ পদ্ধতিতে তারাও স্বাবলম্ভি হবে আর ব্যবসা প্রতিষ্ঠান গুলোও উপকৃত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।