আমাদের কথা খুঁজে নিন

   

মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে

তারা ভরা রাতের নিষাচর... মৃত্যুটা প্রতিদিনই আসে... আশেপাশে বা একটু দূরে। কখনো খবরের কাগজে খবর হয়ে আর কখনো খুব নিভৃতে। কেউ জানে না এমন করে। সেদিন জি ই সির মোড়ে হটাৎ দু তিন বন্ধু মিলে আড্ডার মাঝে পুরাতন অনেক স্মৃতি কথা। সায়েমের চলে যাওয়ার কথা বলাতে জ্যোতি যেমন অবাক হয়ে তাকিয়েছিলো।

সত্যি.... কতজনই তো নাই হয়ে গেলো। নাই হওয়ার কষ্টগুলো একটু একটু বয়ে যা্য় আত্নীয় স্বজন পাড়া প্রতিবেশি। তারপর একসময় সব ভুলে যায় সময়ের প্রলেপে। নতুনের পদচারনায় মুখর হয় শুন্যস্থান হয়তো দু একটা স্মৃতি চারন হয়.... দুআ ফাতেহা পাঠ। এইতো গতকাল খবর হয়ে এলো রোববার গভীর রাতে আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র নিহত হয়।

তার আগে ট্রাক দূর্ঘটনায় ৪৫ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। মৃত্য নিয়ে রাজনীতি হয়., কথা চালাচালি করে সরকারী দল বিরোধী দল তবু কোন সমাধান হয় না। ভ্রাম্য মান আদলতে পিকটারদের তাতক্ষনিক বিচার হয়..আর আদালতে হাজার হাজার মামলা গড়াগড়ি খায়। তবুও আমাকে মরতে হবে এ কথাটা কেমন অবিশ্বস্য লাগে... মনে হয় সবায় মরলেও আমি মরবো না। লাশ হবো না আরেক মন বলে বোকা তাকি হয়...মরতে একদিন হবেই।

তবুও বেচে থাকার কল্পনা গুলো বড্ড ভালো লাগে। .. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.