বড় হয়েছি গ্রামে। আমার বাবা একজন নিরক্ষর মানুষ। ছোটবেলায় বাবার কিছু নিয়মের কড়াকড়ি ছিল। তার মধ্যে একটা হল সন্ধ্যায় বাড়ী ফিরতে হবে । বলতেন- সন্ধ্যায় বাড়ী ফের, হাস-মুরগীর মত। তিনি হাস-মুরগী দেখিয়ে বলতেন- দেখ, এরা সারাদিন যেখানেই থাকুক ঠিকই সন্ধ্যায় ঘরে ফেরে। আর কোনটা যদি না ফেরে তার পরিনতি কি হবে ? শেয়াল বা বনবিড়ালের পেটে যাবে। কথাটা আজ মনে পড়ল, সাভারের গনপিটুনাতে নিহত ৬ জন ছাত্রের মৃত্যুর খবর দেখে। কি বেদনাদায়ক! এই বাবা-মাদের প্রতি সমবেদনা জানাই। আমরা যারা বাবা, তাদের কি ভাবা দরকার না- রাত ২টায় আমার সন্তান বাসার বাইরে কেন? শুধু বাইরে না এলাকার বাইরে, সাভারে! আমরা কি আমাদের সন্তানদের শেয়ালের জন্য উন্মুক্ত করিনি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।