চাই চিন্তার পূনর্জাগরন চ্যানেল আই এর একটি টকশোতে সাংসদ নিলুফার চৌধুরী মনি বলেন "...২৫ শে মার্চ আমি দেখিনি। ১৯৭১ সাল আমার মনে নেই, হয়ত জন্ম হয়েছে । কিন্তু ২৫ শে ফেব্রুয়ারী এবং ৫ ই মে। ২৫ শে ফেব্রুয়ারী আমি খুব কাছে থেকে দেখেছি, আমার বাসা ওখানে। আর ৫ ই মে কালকে... ( উপস্থাপক শুধরিয়ে দেন, কালকে না পরশু)..." কিউরিয়াস মাইন্ডস ওয়ান্ট টু নো: উনিও কি ওনার নেত্রীর মত জন্মদিন নিয়ে কনফিউজড? নাকি একই কাহিনী দিয়ে সবাই স্ক্রীপ্ট তৈরী করাতে সবকিছু গোলমাল পাকিয়ে গেছে!! নাকি এই সাক্ষাৎকারটির মত আবার অলৌকিক কোন বিষয়!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।