দিনগুলো এখনো ঝলমলে কাটে, শুধু শাপলা ফোটায় না।
কি করে ফোটাবে, শাপলারা বড় হতে যে এক গলা পানির প্রয়োজন।
হয়ত বাস্তবতা হয়ত মিথ্যে; আজকাল খুব মনে হচ্ছে কারা যেন নিরবে সেঁচে নিচ্ছে সব পানি........সব।
পৃথিবীতে কোন ফুলকে ফুটতে হলে চাই আলো, চাই বাতাস........
রুদ্ধ করা বাতাসেরা বিষ হয়ে যায়, বাকী থাকে অন্ধকার.....অনেকেই যেথায় হারিয়ে যায়....যাচ্ছে....যেতেছে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।