আমাদের কথা খুঁজে নিন

   

শাপলা অভিযান...............

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

ছোট্ট ছেলে মেয়েরা ডিঙি নৌকা নিয়ে বিলের মাঝে শাপলা তুলছে এটা গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য ।

তেমনি একটা দৃশ্যের খানিকটা আমার ক্যামেরায়................... শাপলা অভিযানের অভিযাত্রী দলকে দেখা যাচ্ছে অভিযান শেষে ফেরৎ আসতে । ক্যামেরা দেখে এভাবেই পোজ দিলেন এক অভিযাত্রী । তীরে ভীরছে খেয়াযান । অভিযাত্রী দলের সর্ব কনিষ্ঠ সদস্য শাপলা দিয়ে মালা তৈরিতে ব্যস্ত এক অভিযাত্রী । এবার নামার পালা ।

মোহনীয় ভঙ্গিমায় পোজ ( শাপলা পোজ ) এই অভিযানে নেতৃত্বদানকারী পাইলট নীচে পানিতে দাড়িয়ে........ [img|]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।