আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র শবেবরাত এবং আমার কিছু জিজ্ঞাসা !

জন্মের আইলসা একটা পোলা পবিত্র শবেবরাত এবং আমার কিছু জিজ্ঞাসা ১. পবিত্র কোরআন শরিফে কোথাও এই বিশেষ-রাত সম্পর্কে কিছুই লেখা নেই। এতো মহিমান্বিত একটা রাত, কিন্তু তাঁর কোনো উল্লেখ নেই?? এইটা কীভাবে সম্ভব, যেখানে শবে-কদরের রাত নিয়ে একটা পূর্ণাঙ্গ সূরা আছে ! ২. হাদিসেও এইরাত সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। এইরাতের পক্ষে যে হাদিসগুলা উপস্থাপন করা হয় সেগুলো সবই জয়ীফ বা দুর্বল হাদিস। অর্থাৎ এই হাদিসগুলার সত্যতা প্রশ্নবিদ্ধ ! হাজার হাজার সহি হাদিসের একটাতেও শবেবরাত এর নাম গন্ধ নেই !!! ৩. সৌদি আরব তথা আরব বিশ্বকে ইসলাম ধর্মের সূতিকাগার বলা হয়ে থাকে, লক্ষ্য করলে দেখা যাবে, ওইসব দেশের কোথাও শবেবরাত পালিত হয় না, এমনকি তাঁরা এতো মহিমান্বিত রাতটি সম্পর্কে অবগতও না ! কি অবাক করা বিষয় !!! এই উৎসবটি শুধুই পালিত হয় দক্ষিন এশিয়ার কিছু দেশে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.