আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে মাদকদ্রব্য বিক্রির বিরুদ্ধে মানববন্ধন

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। শ্রীমঙ্গলে মাদকদ্রব্য বিক্রির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গত রোববার সকাল ১০ টায় শহরের কলেজ রোডস্থ জোড়া ব্রিজের পাশে এ মানবন্ধনে প্রায় শতাধিক শিার্থী ও সুধীজনকে অংশ নিতে দেখা গেছে। উপজেলার সদর ইউনিয়নের কলেজ রোড ও বিরাইমপুর এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির কাজে লিপ্ত একাধিক বখাটে যুবকদের উপদ্রবে প্তি হয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। এদিকে কলেজ রোডের বাসিন্দা আব্দুর রশিদ মাষ্টারের ছেলে মো. শামীম ও তার সহযোগী মো. জাফর, মো. শামছুর, সাইদ বখত, কামালসহ অজ্ঞাত আরো প্রায় ১০/১২ জনের নামে বিভিন্ন ধরণের নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির অভিযোগ এনে এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবীতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করা হয়েছে।

পরে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ সাংবাদিকদের কাছে অনুলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিা প্রাতিষ্ঠানিক এলাকা হিসেবে কলেজ রোড এলাকায় একাধিক শিা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শহরের বিভিন্ন প্রান্তের শিার্থীর আনাগোনা রয়েছে। শহরের একটি স্বনামধন্য ও প্রসিদ্ধ এলাকার মাদক সমস্যার নিরসন করতে না পারলে উপজেলার ছাত্রসমাজ ধ্বংসের সম্মুখিন হবে বলে, এ বিষয়ে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন, বিনোদন থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এলাকার বিশিষ্ট ব্যক্তি মো. নাজিম আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের বক্তব্য রাখেন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সাধারণ সম্পাদক মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট মো. আলাউদ্দিন আহমদ, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কাওছার ইকবাল, মো. লেচু মিয়া, হাজী মইন আহমদ চৌধুরী, হাজী এলেমান কবীর, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, শামছুল হক, মো. মুসলিম রেজা, রেদওয়ান আহমদ চৌধুরী, শিক সাইদুর ইসলাম শামীম, ব্যবসায়ি সাবের হোসেন খয়ের, নাট্যকর্মী ও সাংবাদিক দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.