আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সের স্বাধীনতা দিবষে আইফেল টাওয়ারের লেজার শো।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ইউরু ট্যুরে অনেক কিছুই কিভাবে যেন ভাগ্যের অনুকুলে চলে আসছে। রোটারড্যাম থেকে সকাল ছয়টায় প্যারিসে নেমে বন্ধুর বাসায় পৌছতে পৌছতে সারে সাতটা। বাসায় পৌছেই টিভিতে দেখতে পেলাম প্যারিস গেটের রাস্তায় মেলেটারিদের কুচকাউয়াজ। জিজ্ঞেস করে জানতে পারলাম, আজ ফ্রান্সের স্বাধীনতা দিবষ।

ইচ্ছে হলো কুচকাওয়াজ দেখব। কিছুক্ষন পরে দেখতে পেলাম বিকেলে বিশাল কনসার্ট ও লেজারশোর বিজ্ঞাপন। ভাবলাম, যেহেতু রাতে ট্যুর করেছি সেহেতু এখন বিশ্রাম করে বিকেলে আইফেল টাওয়ারে লেজারশো ও কনসার্ট দেখতে যাব। যেই ভাবা সেই কাজ। একটু রেষ্ট করে খেয়ে দেয়ে বেড়িয়ে পড়লাম আইফেল টাওয়ারের উদ্দেশ্যে।

ফ্রান্সে পা রেখেই এমন একটি দিনের দেখা পাব তা ভাবতেই কেমন যেন ভাল ললাগতে লাগল। চলে এলাম আইফেল টাওয়ারের এলাকায়। অনেক দুর থেকেই দেখা যায় টাওয়ারের মাথা। ধিরে ধিরে এগোতে থাকলাম টাওয়ারের দিকে। অবশেষে পৌছলাম গন্তব্যে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.