অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি ... মিরসরাই ট্রাজেডি নিয়ে কিছু বোলবোনা এটাতে আমি বাকরুদ্ধ । আমি খুব একটা খবোরের কাগজ পরিনা বা খবর দেখিনা। ব্লগে একজনের একটা পোস্টে একটা ছবি দেখলাম একজন পিতা তার মৃত সন্তানকে কাঁধে নিয়ে আছেন। তার মুখে বিস্ময়, তিনি বিস্বাস করতে পারছেন না তার আদরের সন্তানটি আর জাগবেন না। ছবিটা দেখে একজন পিতা হিসাবে আনেক কস্ট পেয়েছি ।
আজ আবার আর একটি শিশুর মৃত্যুর খবর পড়লাম। নুহা। শিশুটি পরিবারের সাথে বেড়াতে যাচ্ছিলো কক্সবাজার। দুর্বৃত্যের গুলি পিতাকে ফাঁকি দিয়ে কেড়ে নিল প্রিয় সন্তানের প্রাণ। আমি জানি মেয়েটির পিতা নিস্চয়ই বিলাপের সময় বলেছেন " আল্লাহা তুমি কেন আমাকে নিলে না, আমার মেয়েটা কি দোষ করেছিল"।
প্রায় সাত-আট বছর আগের কথা, মাসের প্রায় শেষের দিক, টাকা পয়সার বেশ টানাটানি। ইউনিভার্সিটিতে পড়ি, টিউশনি করে চলি। হল থেকে সুক্রাবাদ যাব রিকসা নিয়ে, আমাদের হলের পাশ দিয়ে তখন বাস চলা বন্ধ। হঠাৎ কলাবাগানের কাছে আমার রিকসাওয়ালা হঠাৎ দাড়িয়ে গেল তার এক পরিচিত লোক দেখে। একটু বিরক্ত লাগল।
লোকটির সাথে কথা বলেই রিকসাওয়ালা ফুটপাতে বসে পড়ল মাথায় হাত দিয়ে। অল্পক্ষণের মধ্যেই অবস্য সামলে নিয়ে রিকসা নিয়ে রওনা দিল। আমি লক্ষ্য করলাম লোকটি কাঁদছে আর রিক্সা চালাচ্ছে। জানতে চাইলাম কি হয়েছে , বল্ল তার ছেলে মারা গেছে। কদিন ধরে পেটের সমস্যা ছিল।
আজ মারা গেছে। পকেটে যা ছিল ফিরার ভাড়াটা রেখে দিয়ে তার হাতে দিয়ে বলেছিলাম ভাই বাসায় যান। আর কিছু বলতে পারিনি। মৃত সন্তানের পিতাকে সান্তনা দেয়ার ভাষা তখন আমার কাছে ছিল না, আজও নেই। কোথায় যেন পড়েছিলাম '' পৃথিবীর সবচেয়ে ভাড়ি জিনিস, পিতার কাঁধে সন্তানের লাস"
আমরা সব সময় চেস্টা করছি আমাদের সন্তানদের নিরাপদ আবাস দিব।
আমাদের অনেকে দেশ ছেড়ে চলে গেছে শুধু নিজের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে। এটাই কি একমাত্র পথ? আমরা কি এমন একটা সময় পাবনা যখন চালকের অসাবধানতায় , দুর্বৃত্তের গুলিতে বা বিনা চিকিৎসায় আর একটি শিশুও পৃথিবী ছেড়ে চলে যাবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।