আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিা প্রতিষ্টান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. আব্দুন নূর এর বিদায় সংবর্ধণা অনুষ্ঠান শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ.এস.এম ইয়াইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. মহসীন মিয়া মধু, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, বিশিষ্ট শিাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, পৌর আওয়ামলিীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক অয়ন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক সমিতির সভাপতি বিমান বর্ধন, শিক দ্বিপেন্দ্র ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিনিয়র শিক মনসুর ইকবাল।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ি প্রধান শিক আব্দুন নূরকে ফুলের শুভেচ্ছা জানায় শিক ও শিার্থীরা। সংবর্ধণা পত্র পাঠ করে ৮ম শ্রেণীর ছাত্র রাহুল দেব। উল্লেখ্য, শিক আব্দুন নূর দীর্ঘ ১ যুগেরও অধিককাল ধরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক পদে দ্বায়িত্ব পালন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।