আমাদের কথা খুঁজে নিন

   

কঠোর অবস্থানে ভিক্টোরিয়া

গত মৌসুমে বাইলজ অনুসরণ করে ওয়াকওভার পাওয়ার পরও আবাহনীর বিপক্ষে দ্বিতীয়বার ম্যাচ খেলতে হয়েছিল ভিক্টোরিয়াকে। অবশ্য শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মতিঝিল পাড়ার দলটি। এবারও ঝক্কি পোহাতে হচ্ছে দলটিকে। বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমীর সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে দলটিকে। অথচ ভেন্যু সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিল মৌখিকভাবে।

কিন্তু দলটির কথা কানে তোলেনি সিসিডিএম। এছাড়া বিকেএসপি থেকে আবাহনী ও সিসিএস ম্যাচ সরিয়ে নেওয়ায় ক্লাবটি ১১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছিল সিসিডিএম বরাবর। কপি পাঠিয়েছে বিসিবি সভাপতি বরাবর। আবাহনী ও সিসিএসের ম্যাচ সরিয়ে নেওয়ায় ক্ষিপ্ত ভিক্টোরিয়া গতকাল ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন ডেকে পুনরায় ম্যাচ আয়োজনের দাবি করেছে। এজন্য তারা সিসিডিএমকে তারিখ বেঁধে দিয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

যদি সিসিডিএম কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে ক্লাবের কার্যকরী পরিষদ সভায় সিদ্ধান্ত নিবে পরবর্তী ম্যাচে অংশ নেওয়ার বিষয়ে। গতকাল সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন কাজল, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক আদনান রহমান দীপন, যুগ্ম সম্পাদক হাসিবউদ্দীন, ক্লাব সদস্য এ কে এম নুরুজ্জামান ও সাফকাত জামিল। সংবাদ সন্মেলনে কাজল বলেন, 'বাইলজে আছে ১২ ঘণ্টা আগে ভেন্যু পরিবর্তন করা যায়। আমাদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করারও সময় ছিল । সিসিডিএম তা করেনি।

কিন্তু আবাহনীর ম্যাচ ঠিকই করেছে। কেন? সিসিডিএম বিশেষ কোনো দলকে সুবিধা দিতে পক্ষপাতিত্ব করছে। ' তিনি এ জাতীয় ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ক্রিকেট সম্পাদক দিপন বলেন, 'ভিক্টোরিয়ার সঙ্গে একই আচরণ করা হয়েছিল গতবার। ক্রিকেটের স্বার্থেই বাইলজে না থাকার পরও আমরা আবাহনীর বিপক্ষে ম্যাচ আবার খেলেছিলাম।

তাহলে আমাদের ম্যাচ আবার কেন আয়োজন করা হবে না। 'গত মৌসুমে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে খেলানোয় জটিলতার সৃষ্টি হয়েছিল। আবাহনী প্রথমে ব্যাট করার পর দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেনি ইউসুফের ছাড়পত্রের অভিযোগ তুলে। ম্যাচ রেফারি বাইলজ অনুসরণ করে ভিক্টোরিয়াকে জয়ী ঘোষণা করেছিল। কিন্তু পরবর্তীতে আবাহনীর অনুরোধে খেলাটি আয়োজন পুনরায়।

যদিও বাইলজে এমন কোনো ক্লজ ছিল না। ভিক্টোরিয়ার পুনরায় খেলা আয়োজনের প্রতিউত্তরে সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'বিকেএসপি ২ নম্বর মাঠের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। শুধু আবাহনীর খেলা পরিবর্তন করা হয়নি। '

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।