ইরাকের আলোচিত আবু গারিব ও তাজি কারাগারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার গভীর রাতে কারাগার দুটিতে হামলার ঘটনা ঘটে। হামলায় রকেটচালিত গ্রেনেড ও মর্টার ব্যবহার করা হয়েছে। হামলার পর কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, হামলার পর কারাগারে দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও হেলিকপ্টার প্রেরণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগারের ভেতরে সংঘর্ষ চলছিল।
আবু গারিব ও তাজি কারাগারে আল-কায়েদার অনেক উঁচু মাপের সদস্য বন্দী রয়েছেন। এই কয়েদিদের মুক্ত করতেই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গতকাল ইরাকের বিভিন্ন স্থানে বোমা হামলা ও গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এর আগের দিন শনিবার নিহত হয়েছে ৭০ জন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।