১০ মার্চ (রেডিও তেহরান): ইরাকে পার্লামেন্ট নির্বাচনের প্রায় তিন দিন অতিক্রান্ত হওয়ার পর এ ব্যাপারে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ইরাকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে একে জাতীয় ঐক্য শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অভিহিত করেছে। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধের বিষয়টিই ফুটে উঠেছে। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালেকি নির্বাচন অনুষ্ঠানকে সকল ইরাকীর জন্য এক ঐতিহাসিক সাফল্য ও বিরাট অর্জন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচনী ফলাফল পরিপূর্ণভাবে প্রকাশের পর তার সরকার দেশটির পুনর্গঠন কাজ অব্যাহত রাখবে।
কারণ সহিংসতা কবলিত ইরাক পুনর্গঠন তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইরাকের ইসলামী উচ্চ পরিষদের প্রধান ওমার হাকিমও এক বিবৃতিতে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানকে গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
এতে কোন সন্দেহ নেই যে, এই নির্বাচন ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে। তাদের মতে, নির্বাচনে ৬২ শতাংশ ভোটারের উপস্থিতি থেকে ইরাকে চলমান ঘটনাবলীর ব্যাপারে জনগণের সচেতনতা ও স্পর্শকাতরতার বিষয়টিই ফুটে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, নির্বাচনের পর এবার থেকে ইরাক এমন এক যাত্রা শুরু করবে যাতে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি সকল নাগরিক সুযোগ সুবিধার পরিবেশ তৈরী হয় এবং দেশটি সমৃদ্ধির দিকে এগিয়ে যায়।
যাইহোক ইরাকের পার্লামেন্টে সব দলের উপস্থিতির পরিপ্রেক্ষিতে ইরাকের কর্মকর্তারা জোট সরকার গঠন কিংবা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এরফলে ইরাকে ঐক্য ও জাতীয় সার্বভৌমত্ব আরো শক্তিশালী হবে বলে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহার ও দেশের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ইরাক সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে পার্লামেন্ট নির্বাচনের পর বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনী ফলাফল মেনে নিতে সকলের প্রতি আহবান জানানোয় ব্যাপক আশার আলো দেখা দিয়েছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।