ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত আনবার প্রদেশের ফাল্লুজাহ শহর দখলে নিয়েছে সুন্নি বিদ্রোহীরা। শহরের সীমানার বাইরে সেনাবাহিনী অবস্থান করলেও ফাল্লুজাহর সব ক'টি পুলিশ স্টেশন এখন বিদ্রোহীদের দখলে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার বেশ কিছু সরকারি ভবন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বিদ্রোহীরা। তবে দখলকৃত পুলিশ স্টেশন ও সরকারি কার্যালয়গুলো থেকে কর্মকর্তা-কর্মচারীদের সরে যাওয়ার অনুমতি দিয়েছে তারা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকালও আনবার প্রদেশের রাজধানী রামাদিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘাত জাতীয় রাজধানী বাগদাদেও ছড়িয়ে পড়ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।