আমাদের কথা খুঁজে নিন

   

শুধু পরিমল ,হোসনে আরা নয় প্রসাশন কমিটির বিরুদ্ধেও আন্দোলন করুন

আমি ভাই ভীষন ক্রিকেট ফ্যা্ন ভিকিদের আন্দোলনটা ক্রমেই পরিমল বিরোধী থেকে অধ্যক্ষ্য ইস্যুতে পরিনত হচ্ছে। আমি তাদের দুই দাবির সাথেই একমত,শুধু আমি না তাদের এই দাবির সাথে আজ সারা বাংলাদেশই একমত। ব্যপারটা বেশি ব্যাক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে,যেমন স্টুডেন্টরা তার সাক্ষরিত আইডি কারড বা পরীক্ষার রুটিন ছিড়ে ফেলছে,তার বাসায় ঢিল ছুড়ছে ,তাকে অবরোধ করে রাখছে ।প্রসাশন যদি ঠিক না হয় তাহলে আরো হোসনে আরা আসবে ,এসে তারা পরিমলদের নিয়োগ দিবে,শুধু অধ্যক্ষ বিরোধী আন্দোলন সফল করেও তাই আদতে মনে হয় না কোন লাভ হবে।নিয়োগ প্রুক্রিয়ায় অধ্যক্ষ আর কমিটি কার কতটুকু ভূমিকা থাকে তা আমরা সবাই জানি।আবেগী মন হয় তো শান্ত হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না।হ্যা এই অপসারন অন্যান্য দের শিক্ষা দিবে তবে এর চেয়ে প্রসাশনকে যদি শুধুমাত্র যোগ্যদের নিয়োগে বাধ্য করা যেত তাহলে মনে হয় সবচেয়ে ভালো হত। এবং আন্দোলনটা যতটুকু পারা যায় শান্তিপুর্ন রাখা যায় রাখা উচিত ,তাতে অন্য কেউ সুযোগ নিতে পারবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.