একদিন এক পরহেজগার লোক রাজার প্রাসাদে এলো, কোন পাহারাদারই তাকে থামাতে পারলো না। লোকটি প্রাসাদে প্রবেশ করে খুব ঠান্ডা মাথায় রাজার সিংহাসনের পাশে গায়ের আ'বা বা চাদর মাটিতে বিছিয়ে সেখানেই ঘুমিয়ে পরলো। রাজা তার কৃত কাজে আশ্চর্য ও রাগান্বিত হল। তাই প্রচন্ড চিতকার দিয়েজিজ্ঞেস করলো: এখানে কি চাও? পরহেজগার লোকটি রাজার দিকে তাকিয়ে বললো: এসেছি এ মুসাফিরখানায় একটু বিশ্রাম নেবো, তার পর চলে যাবো। রাজা: দ্বিতীয়বার রাগে চিতকার দিয়ে উঠলো এবং বললো: এটাতো আর মুসাফিরখানা নয়; এটা হচ্ছে আমার প্রাসাদ! পরহেজগার লোক: এ প্রাসাদে এর পূর্বে কে থাকতো? রাজা: আমার বাবা ও দাদা। পরহেজগার লোক: এখন তাঁরা কোথায়? রাজা: এ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। পরহেজগার লোক: একটু মুচকি হেসে, সুতরাং এ প্রাসাদ হচ্ছে এমন স্থান, যেখানে লোকজন কিছু সময়ের জন্য এসে জীবন যাপন করে, তারপর চলে যায়। তাহলে এখানে যদি মুসাফিরখানা না হয় তাহলে কি হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।