এতকিছু ... ওই সিনেমার জন্যই... কু-ঝিক-ঝিক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই...
ট্রেনের শব্দ। এর সাথে আমাদের আশৈশব জড়িত। এ শব্দ আমাদেরকে আবেগতাড়িত করে। ছোটবেলার দিনগুলি মনোসরণীতে এসে দাঁড়ায়। মনে পড়ে ট্রেনে যেতে যেতে অবারিত ধানক্ষেতের দুলে ওঠা বাতাসের কথা।
জোছনারাতে ট্রেনে করে কোথাও চলে যাবার উদ্দেশ্যহীন গন্তব্যের কথা। কবিগুরুর বাড়িতে যাবার কথা। অসংখ্য মানুষের ঘরে ফেরার গল্প।
কেন জানি মনেহয় পৃথিবীর সবচাইতে সেকেলে মানুষগুলি-- বাংলাদেশ রেলওয়ের। তবু প্রশান্তি এই যে- দুরে কোথাও ট্রেনে যেতে যেতে লন্ঠনের দেখা পেয়েছি ওই বাংলাদেশ রেলওয়ের কল্যানেই।
আর আমাদের ট্রেন গুলির নামের মতো শৈল্পিক নাম, আর কোথাও- আর কিছূর আছে কি?
যারা এই নামকরনের সাথে জড়িত ছিলেন তাদের প্রতি সশ্রদ্ধ স্যালুট।
আসুন মনে করা যাক প্রিয় কিছু নাম।
তুর্ণা নিশীথা--- [কি অদ্ভুত সুন্দর নাম। মায়াময় কোন রাতের কথা মনে করিয়ে দেয়। ]
সাগরিকা এক্সপ্রেস
পদ্মরাগ এক্সপ্রেস
সুরমা মেইল
ধুমকেতু এক্সপ্রেস
নীলসাগর
দোলনচাঁপা এক্সপ্রেস
এগারোসিন্ধুর (গোধুলী , প্রভাতী)
মহানগর গোধুলী, মহানগর প্রভাতী
পাহাড়িকা
জয়ন্তিকা
পারাবত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।