আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... গত রবিবার সাকাল বেলায় গুলশান থেকে মধুমতি বাসে করে মগবাজার যাচ্ছিলাম। সোনারগাঁ লিংক রোড এর সিগনাল ক্রস কারার পর গাড়ী থেমে গেল । ভাবলাম জ্যাম এর কারনে থেমে আছে। পাশে তাকিয়ে দেখি পাশের লেন ও খালি । তখণই মনে হল ট্রেন আসছে।
বাস থেকে ট্রেন এর দিকে তাকিয়ে দেখি সোনারগাঁ রেল ক্রসিং পার হেচ্ছে। ট্রেন এর গতি দেখে মনে হল যদি আমি এখনই বাস থেকে নেমে যাই তাহলে ট্রেন এর আগেই মগবাজার ক্রসিং পার হতে পারব। যেমন ভাবনা তেমন কাজ। ট্রেন থেকে নেমে হাটা শুরু করলাম। মনে হচ্চিল আমার নরমাল হাটার গতি ই যথেষ্ঠ ।
এবং তাই হয়েছে। আমি ও রেল ক্রসিং পার হলাম আর ট্রেন ও এরপর পার হল।
এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম...বাংলাদেশের রেলওয়ের কি অবস্থা রেল কিভাবে চলে তা বলার জন্য না। যেখানে ট্রাফিক পুলিশ যানযট নিয়ে হিমশিম খাচ্ছে সেখানে একটা ব্যাস্ত রাস্তায় একটা ট্রেন পার হতে যে সময় নেয়া কতটুকু যৌক্তিক। আর ঢাকা সিটির ভেতরে যত ক্রসিং আছে ট্রেন খানা নিশ্চয় সব ক্রসিং ই অতিক্রম করবে।
আর সব খানেই আমাদের মূল্যহীন সময় পার হবে। সময়কে মুল্যহীন বললাম, কারন হল বাংলাদেশে সময় আসলেই মুল্যহীন। যদি মূল্যই থাকত তাহলে আমরা এতটা সময় সরকারীভাবে অপচয় করতাম না। সময় সরকারীভাবে অপচয় হচ্ছে যানযটের কারনে। আর আমরা তো প্রতিনিয়তই অপচয় করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।