আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকা নিয়ে ইসলাম অবমাননা আর চাই না

পুরান কথা দিয়ে আমার নতুন প্যাঁচাল শুরু করি। আমরা জানি যে সামরিক বা এই ধরণের অনির্বাচিত বা লোক দেখানো নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা জনসমর্থন পাবার আশায় অনেকগুলো কাজ করে। সেগুলো আপাত দৃষ্টিতে বেশ ভাল বলে মনে হয়। ১/১১ এর সরকার এসেও প্রথম প্রথম অনেকভাল কাজ শুরু করেছিল। ফুটপাত সাফ করা, গ্রামে গিয়ে রাতের বেলা কাদাযুক্ত জমিতে গামবুট পড়ে নেমে কৃষকের বীজ রোপণ সমস্যা তদারক করা ইত্যাদি।

১৯৮৮ সালে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করা ছিল এরশাদের একটি রাজনৈতিক চাল। দেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীকে এক ধরণের খুশি করে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকার অভিপ্রায় থেকে এরশাদ এ কাজটি করেছিলেন। সত্যি কথা বলতে কী রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম না থাকলে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী এবং ইসলামের কিছুই যায় আসে না। রাষ্ট্রধর্ম ইসলাম যখন ছিল না তখন মুসলিমদের ধর্ম পালন করতে কোন অসুবিধা হয় নি। ইসলামের জনপ্রিয়তাও কোন অংশে কমে নি।

আবার রাষ্ট্রধর্ম ইসলাম করাটা ইসলামের জনপ্রিয়তা বাড়াতে কোনপ্রকার সহায়তা করেনি। এটি ছিল শুধুমাত্র একটি হীন রাজনৈতিক পদক্ষেপ। ধর্ম নিয়ে ব্যবসা করতে শাসকগোষ্ঠীর কখনই কোন সমস্যা বা সংকোচ হয় না। এই বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম ধর্মের অবমাননা করেছে জামাতে ইসলামী নামক রাজনৈতিক দলটি এবং হুসাইন মুহাম্মদ এরশাদ নামক ব্যক্তিটি। ইসলামের মত একটি মহান ধর্ম নিয়ে কটুক্তি করার সুযোগ তারা যুগে যুগে সৃষ্টি করে দিয়েছে যা আমার মত অন্যান্য ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এরশাদ যা করে গেছে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তা নিয়ে আজও ইসলাম ধর্মকে অবমাননা করা হচ্ছে। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের প্যাশন হল সবকিছুতেই ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়ার। মার্কা বিসর্জন দেয়া বামপন্থী নেতারাও সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকা নিয়ে কটুক্তি করছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকার প্রয়োজন নেই। একজন বাংলাদেশী মুসলিম যখন সংবিধান পড়বেন তখন তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেই পড়বেন।

সেটা লিখিতভাবে থাকার দরকার নেই। আর রাষ্ট্রধর্ম ইসলাম থাকারও প্রয়োজন নেই। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে মুসলিমদের আলাদা করে কোন সুবিধা তো হচ্ছে না। বরং অন্য ধর্মাবলম্বীরা কষ্ট পাচ্ছেন। বাংলাদেশ তার সকল ধর্মের নাগরিকের দেশ।

একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ট্রাইবাল, মুসলিম সকলেই মহান আল্লাহর সৃষ্টি। রাষ্ট্রধর্ম ইসলাম করাটা এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকার কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামকে অবমাননা করছে বিভিন্ন মানুষ। সেটি একজন মুসলিম হিসেবে আমি কামনা করি না। একই সাথে আমি মনে করি রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকার কারণে বাংলাদেশের মুসলিমদের কোন লাভ হচ্ছে না। এই বিষয়টা প্রত্যেক বাংলাদেশী মুসলিমের বোঝা উচিৎ।

রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে এদেশের মুসলমানদের বিশ্বাস, ধর্মীয় আচার পালনে কোন প্রকার সমস্যা হবে না। তাই বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম না রাখার মাধ্যমে ইসলামকে অবমাননা করার সুযোগ বন্ধ করা হোক। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.