আমাদের কথা খুঁজে নিন

   

পিছিয়ে পড়েও বায়ার্নের জয়

তবে হেরে গেছে তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেন। আইনট্রাখট ব্রাউনশোয়াইগের কাছে তারা হার মেনেছে ১-০ গোলে। বায়ার্নের এটা টানা তৃতীয় ও সব মিলিয়ে নবম জয়। বাকি দুই ম্যাচ ড্র করা বায়ার্ন ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড ও লেভারকুজেনের পয়েন্ট ২৮ ও ২৫। প্রতিপক্ষের মাঠে ৩৪ মিনিটে ডিফেন্ডার নিকলাস সুলের গোলে পিছিয়ে পড়লেও পাঁচ মিনিট পরই বায়ার্নকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ। ৭৫ মিনিটে স্ট্রাইকার টমাস মুলারের গোলে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় জার্মানির সফলতম দলটির। শনিবারের অন্যান্য ম্যাচে ফ্রেইবুর্গ ৩-০ গোলে নুরেমবার্গকে, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২-০ গোলে হামবুর্গকে ও শালকে একই ব্যবধানে হার্থা বার্লিনকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।