শনিবার জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড এবং বেয়ার লেভারকুজেনও। গতবারের রানার্সআপ বরুসিয়া ৩-১ গোলে মেইঞ্জকে এবং লেভারকুজেন ৩-০ গোলে নুরেমবার্গকে হারিয়েছে।
টানা ষষ্ঠ জয় পাওয়া বায়ার্নের ১৪ ম্যাচ থেকে সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে ৩৪ ও ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে লেভারকুজেন ও বরুসিয়া।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের জয়ের নায়ক আরিয়েন রোবেন।
দলের দুটো গোলই নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের।
দ্বিতীয় মিনিটেই স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার পাস থেকে গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ী বায়ার্নকে এগিয়ে দেন রোবেন।
৩০ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের লম্বা পাস ধরে আবার গোল করেন তিনি। এবারের বুন্দেসলিগায় রোবেনের এটি ষষ্ঠ গোল।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কাঙ্খিত গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বরুসিয়াকে।
৭০ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে নেয়া গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেইয়াংয়ের দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় তারা।
তবে চার মিনিট পর ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক ম্যাক্সিমের সফল পেনাল্টি সমতায় ফেরায় মেইঞ্জকে।
তিন মিনিট পর আবার পেনাল্টির বাঁশি। তবে এবার বরুসিয়ার পক্ষে। পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কির গোল আবার এগিয়ে দেয় গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও রানার্স-আপ হওয়া বরুসিয়াকে।
৭৮ মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার এলকিন সোতো সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
ইনজুরি সময়ে লেভানদভস্কির আরেকটি পেনাল্টি থেকে লক্ষ্যভেদ জয় নিশ্চিত করে দেয় বরুসিয়ার। টানা দুটি হারের পর এটা তাদের প্রথম জয়।
বুন্দেসলিগার অন্য দুই ম্যাচে ভার্ডার ব্রেমেন ৪-৪ গোলে হফেনহাইম এবং অগসবুর্গ হার্থা বার্লিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।