ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের দুই গোলদাতা ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ ও জার্মান মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।
৪৪ মিনিটে শোয়াইনস্টাইগারের ক্রস থেকে মানজুকিচ এগিয়ে দেন স্বাগতিকদের। ৫২ মিনিটে শোয়াইনস্টাইগারের এক দুর্দান্ত ফ্রি-কিক ব্যবধান দ্বিগুণ করে।
ইনজুরি সময়ে লেভারকুজেনের একমাত্র গোলটি জার্মান স্ট্রাইকার স্টেফান কিসলিং-এর।
এই জয়ের সুবাদে বায়ার্নের শিরোপা ধরে রাখা প্রায় নিশ্চিত। ২৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে দারুণ সুসংহত তারা।
ঘরের মাঠে বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে ২-১ গোলে হেরে যাওয়া বরুসিয়া ডর্টমুন্ড দ্বিতীয় স্থানে থাকলেও বায়ার্নের চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে আছে। দুই দলেরই ৯টি করে ম্যাচ বাকি।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে হ্যানোভার ৩-০ গোলে হার্থা বার্লিনকে ও মেইঞ্জ ৪-২ গোলে হফেনহাইমকে হারিয়েছে এবং আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ১-১ গোলে ভলফসবুর্গের সঙ্গে আর ভার্ডার ব্রেমেনও ১-১ গোলেই স্টুটগার্টের সঙ্গে ড্র করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।