তাহমিদুর রহমান
ধুলো ধরা ডায়েরিটা ঝেড়ে ফেলতেই বিবর্ন পাতার ভাঁজ হতে খসে পড়ল তোমাদের স্বপ্নগুলো। স্বপ্নের সংখ্যাটা শত কিংবা সহস্র পার হয়েছে অথবা তারও বেশী কিংবা জং ধরেছে বলে অবয়বখানি বোঝা যায় কি যায়না মনে হচ্ছে তবুও তোমাদের প্রতিটি স্বপ্নের আবেদন যেন নিযুত কালের অবেদন মুহূর্তেই ভাঙ্গতে সক্ষম। প্রয়োজন শুধু আর একবার জেগে উঠার।
স্বপ্ন দেখার দলের সকল স্বাপ্নিকদের তেমনই একটি পুরোনো স্বপ্ন - একটি ম্যাগাজিন। বহুদিন পূর্বেই এর পরিকল্পনা শুরুতেই বহুদূর এগিয়ে শেষমূহুর্তে এসে কিছু প্রতিবন্ধকতার কারনে আর বাস্তবায়িত হয়নি।
তবে স্বপ্ন বুঝি বাঁধা মানে কোনো? তাই সেই স্বপ্নটি স্বপ্ন দেখার দল স্বাপ্নিকদের জন্যে ঘুম ঘোর ছাড়িয়ে নিয়ে এসেছে গনগনে সূর্যের আলোর প্রখরতায়।
হ্যাঁ, স্বাপ্নিক বন্ধুগন, স্বপ্ন দেখার দল তার ত্রৈমাসিক পত্রিকা - 'মনবিহঙ্গ' এর প্রথম সংখ্যা মে, ২০১০ প্রকাশ করেছে।
এখন প্রয়োজন স্বাপ্নিকদের সহবস্থান পুরোনো স্বপ্নটির সাথে। স্বপ্ন দেখার দল 'মনবিহঙ্গ' নিয়ে আগামী ৮ই জ্যৈষ্ঠ ১৪১৭ বঙ্গাব্দ/২২ই মে ২০১০ খ্রীষ্টাব্দ বিকেল ৫.০০টা থেকে টি, এস, সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাপ্নিকদের প্রতীক্ষায় থাকবে। আশা করছি স্বপ্ন দেখার দলের সকল স্বাপ্নিকগণ মনবিহঙ্গ কে ছোঁয়ার স্বপ্ন নিয়ে উপস্থিত থাকবে।
তারিখ ও সময়ঃ ২২ই মে, ২০১০ | বিকেল ৫.০০টা
স্থানঃ টি, এস, সি, ঢাকা বিশ্ববিদ্যালয়
যোগাযোগঃ ০১১৯৬১৭৪১২৭ (এস, এম তাহমিদুর রহমান), ০১৬৭০৪২৫১০০ (হাসান সুমন)
পুরোনো ডায়েরীতে লিখা স্বপ্নগুলো আজো পড়ে আছে স্বপ্ন দেখার দলে। চলো ফের শুরু করি স্বপ্ন বোনা সব ধূলো ঝেড়ে ফেলে। আবার করি আঁতাত স্বপ্নের সাথে।
লেখকঃ তানভীর আজিজ মৃদুল
বিঃ দ্রঃ স্বপ্ন দেখার দল একটি ফেসবুক গ্রুপ। এই গ্রুপের লিংক Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।