আমাদের কথা খুঁজে নিন

   

রক্তের পিপাসা

আমি মানুষ ভিন্ন স্রোতের দু'জনের এক স্রোতে আসার মিথ্যা স্বপ্ন.. এখন শুধুই স্বপ্নের আর্তচিৎকার... খোলা আকাশের নিচে ঝরো বাতাসের নেশায় তোমার সাথে নির্ঘুম রাত কাটান... আবার এখনো সেই নির্ঘুম রাত... তোমার জন্যই........ বুক ভরা হতাশা নিয়ে অদেখা আলোর স্বপ্ন দেখি.. মগ্ন ছিলাম যে বিলাসিতায় তাকে আজ ঘৃণা করতে ইচ্ছা করে... বাস্তবতায় থমকে যায় সব মায়া... অশরীরী আঁধারে দেখতে চেয়েছিলাম তোমার পৃথিবীটাকে মহাসমুদ্রের উদারতা দিয়ে... বিনিময়ে তোমার ভেতর ছিল আমার মুখোশ ছাড়া রূপ............ নতুন স্বপ্নের আসায় ঘুমিয়ে যাই বারবার.... কিন্তু স্বপ্নগুলো যে আমার মতই দিশেহারা... ভাঙা স্বপ্নগুলোকে আর দেখতে চাইনা........... স্বপ্ন দেখার জন্য তোমার তুলিতে হাতে একে দিয়েছিলে নীলাকাশ... আজ আকাশ ফেলে রাত জেগে দেখি ঘরের সিলিং টা.. আকাশের দুয়ার খোলে আর স্পর্শ করবেনা আমায় তোমার সেই সূর্যাস্তের উষ্ণতা দিয়ে... ঘুমন্ত তারাগুলোর নিচে বসে আর কখনো কাঁধে মাথা রাখবে না... ঘুমন্ত চোখগুলো আর দেখব না........... বন্ধুত্বগুলো হয়তো শুরু হয় কোনদিন না ভাঙার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই... জানি হাজারো আনন্দেও তুমি অপেক্ষায় কাঁদো অনুভূতি লুকিয়ে..... অধিকার যদি বিভক্তই করবে তবে কেন দিয়েছিলে ? ভাবি স্তব্ধ হয়ে... শব্দহীন হয়ে যায় পৃথিবী....... তোমার শ্বাসরুদ্ধকর নিঃশ্বাসগুলো হারিয়ে গেছে আমার জগত থেকে... দেখনা তুমিও কার স্পর্শ তোমার শরীর জুড়ে... স্বর্গলোকের আশা ছেরে আমি এখন রক্তের পিপাসায়...................................... *** *** *** *** *** ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.