সহজ কথা বলতে ভালোবাসি , সহজ পথে চলতে ভালোবাসি
আমার বউ গত প্রায় ১ মাস হাসপাতালে ভর্তি । আমার ছেলেটির বয়স হলো ৮ মাসের কিছু বেশী......এখনও বুকের দুধ খায়। ওদিকে বউ আমার ২ সপ্তাহ ধরে পোষ্ট অপারেটিভ এ.....তাই বাচ্চা থাকে শশুরবাড়ী। ওখান থেকেই ওকে তিন বেলা এ কারণেই হাসপাতালে নিতে হয় ।
জীবনের এক কঠিন সময় পার করছি আমি।
চাকুরীগত ব্যস্ততার কারণে আমি প্রতিদিন হাসপাতালে যেতে পারিনা । যখন যাই, তখন একই সাথে বউ আর ছেলে দু'জনের সাথেই সাক্ষাত হয় ।
খুব অবাক লাগে , গত একটা মাস ছেলে আমার কাছে থাকেনা......তারপরও সে আমাকে দেখলেই শাশুড়ীর কোল থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে । সেদিন হাসপাতালে যেয়ে দেখি ছেলে ঘুমাছ্ছে। আমার আওয়াজ পেয়ে সে হঠাৎ জেগে গিয়ে কান্না শুরু করে।
ওকে তখন আমি পরম মমতায় বুকে টেনে নেই। আমার হৃৎস্পন্দন সে কান পেতে শুনে।
ছেলে আমার শান্ত হয়ে আসে। রক্তের টান বোধহয় একেই বলে........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।