আমি বিবাহিত !
কোন এক ইদের নামাজ পরার পর বন্ধুদের সাথে কোলা কোলি করছিলাম, এক পর্যায়ে দেখলাম একজন বড় ভাই স্বইচ্ছায় তার ছোট ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে কোলা কোলি করল, আমি তাকিয়ে রইলাম তাদের দিকে, কিভাবে দুভাই বুকে বুক মিলিয়ে চুখের নদীর বাধ ভেঙ্গে দিয়ে কাদলো, কেন এমন হলো? কিছু কারণ আছে, এমনিতে দু ভাইয়ের মধ্যে একটু আধটু ঝামেলা হচ্ছিল, পারিবারিক ভাবে তাদের মধ্যে একটু ভুল বোঝাবোঝি হচ্ছিল, ঝগড়া ঝাটি হত, এতে সবার ধারনা ছিল দুজন দুজনকে একে বারেই পছন্দ করে না, কিন্তু আমি সে দিন যা দেখলাম, তাতে মনে হলো প্রকাশে রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে যতই মন মালিন্য হউক আসলে মনের ভেতর যে সম্পর্ক আল্লাহ্ সৃষ্টি করেদিয়েছে সেটা কখনো ম্লান হয় না, ঘভির একটা টান সবসময়ই থাকে, তার পরেও পরিস্থিতির স্বীকার হয়ে হয়তো অনোক ভাই তাদের ভাইদের উপর চড়াও হয়, কিন্তু আবার সেই ভাইরাই ভাইদের বিপদে এগিয়ে আসে,
আমার দুর্ভাগ্য আমার একটা ভাই নেই, সুখে দুখ্যঃ তার পাশে থাকতে পারতাম হয়তো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।