রিজওয়ানুল ইসলাম রুদ্র
এই রঙে ছবি আঁকবে তুমি - রক্তের তীক্ষ্ণ লাল রঙে;
শরীরের বিক্ষিপ্ত রক্ত-কণিকার স্রোতে মরুভূমির উষ্ণতা
জেগে উঠবে। বেশ দীর্ঘ স্নায়ু-যুদ্ধের পর; এই প্রেম শুধু
আমার... কখনো ছিলো কী আদৌ ? এই রক্তস্নাত দেহ
অদৃশ্য তীরের আঘাতে কেবলই হচ্ছে ক্ষতিগ্রস্ত ! তোমার
সেই করুণ দীর্ঘশ্বাস... বেশ কিছু জীবনের আড়ালে লুকিয়ে
থাকা নগ্নগ্লানি; আজ কেবলই পেরেক ঠুকছে ক্রুশবিদ্ধ
হতাশার চাদরে ! চিরন্তন এক কাঁচের ফুলে তোমার অযত্নলব্ধ
হাত কেটে ঝরছিলো গাঢ় রক্ত; সেখানে কখনো ছিলো কী-?
আমার কিংবা পৃথিবীর কোনো এক ব্যর্থ মানুষের স্পন্দন।
আহা ! আমার রক্তাক্ত হৃৎপিণ্ড হাঁটছে আজো গভীর শূন্যরাতে
তুমুল বাতাসের মিছিলে; যেখানে দৃশ্যহীন অবয়বে কাঁদছে
তোমার অশ্রুসিক্ত ঐ মুখ। নৃত্যরত শবের করতলে প্রাচীন
মুদ্রা কাঁপছে ! আজ থেকে অনেক বছর 'পর বদলে যাবে
রক্তের নৃশংস রঙ ! তখন অস্ত্রের আঘাতে ফিনকি দিয়ে ছুটবে
বেদনার গাঢ় নীল রঙ... তবুও এই অবিনশ্বর যুদ্ধ চ'লেই যাবে
যতদূর পাড়ি দেবে বিমর্ষ পৃথিবী; নগ্ন মানুষের আকারে
আর তুমিও আসবে ফিরে আমার একান্ত হাহাকারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।