আমাদের কথা খুঁজে নিন

   

রমজানে দিনে ১৪ ঘণ্টারও বেশি অভুক্ত থাকতে হতে পারে।

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামী আগস্ট থেকেই। আর গত ২৬ বছরের মধ্যে এবারই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় উপবাস করতে হবে। পঞ্জিকা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসন্ন রমজানে দিনে ১৪ ঘণ্টারও বেশি অভুক্ত থাকতে হতে পারে। দুবাইয়ে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজে পঞ্জিকা বিভাগের প্রধান আশরাফ নুরুল হক আশরাফ জানান, এবারের রমজান মাসের প্রথম দিনটি হবে সবচেয়ে দীর্ঘ। এদিন মুসলিমদের উপবাস করতে হবে ১৪ ঘণ্টা ৫০ মিনিট। গত ২৬ বছরের রমজানে এটিই হবে সবচেয়ে দীর্ঘ দিন। গালফনিউজকে তিনি জানান, এবার সবচেয়ে স্বল্পদৈর্ঘ রোজাটি হবে ১৪ ঘণ্টা। অপর দিকে, আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, এবারের রমজান মাসটি হবে এ গ্রীষ্মের উষ্ণতম মাস। এ মাস জুড়ে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।