বিক্ষিপ্ত ভাবনা জামাতীদের সম্পর্কে আমার জানার আগ্রহ কোন কালেই ছিলনা, এখনও নেই। তবে সাম্প্রতিক মওদুদী ইসলাম নামে একটি শব্দ খুব শুনছি। যতদুর জানি মওদুদী জামাতের কেউ একজন, মওদুদী ইসলামটা আবার কি? পত্রিকা মাধ্যমে জানতে পারলাম, ইসলাম আর জামাতে ইসলাম এক নয়। এদের আকিদা ভিন্ন। আমার ২ টি প্রশ্নঃ ১) জামাতে ইসলামের সাথে ইসলামের মূল পার্থক্য কোথায়? জামাতের সাথে ইসলামের আকিদাগত পার্থক্য কোথায়? এদের আকিদা কি?? ২) মওদুদী ইসলাম আর জামাতে ইসলামের পার্থক্য কি? অনুরোধ থাকল কেউ জানলে সত্যিটাই জানাবেন। ইসলাম নিয়ে গত কয়েকদিনের ক্যাচালে এই বিষয়টা জানার আগ্রহ জন্মেছে। অনুগ্রহ করে কোন লিংক পড়তে বলবেন না। কেউ জানলে সরাসরি সংক্ষেপে জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।