১৮ হওয়ার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে ৫০ শতাংশ শহুরে তরুণের
লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি গ্রামে এক তরুণীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হলো ২৩ হাজার টাকা। শুধু তা-ই নয়, সালিশে নির্ধারিত জরিমানার ওই টাকা ধর্ষিতাকে না দিয়ে ভাগ করে নিয়েছেন স্থানীয় মাতব্বররা।
৪ জুলাই লালমনিরহাট আদালতে ধর্ষক নুরুল হকের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণী। কিন্তু এর পর থেকেই গ্রামের মাতব্বর আমজাদ ও তার সহযোগীরা ধর্ষণের শিকার তরুণী ও তার পরিবারকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিতে থাকেন। মীমাংসায় না এলে তাদের একঘরে করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অবস্থা বেগতিক দেখে ধর্ষণের শিকার তরুণী ও তার পরিবার মীমাংসায় রাজি হয়। সে অনুযায়ী ৬ জুলাই রাতে সালিশ বসে। সালিশে ধর্ষক নুরুল হককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সালিশে ধর্ষকের শাস্তি হিসেবে ২৩ হাজার টাকা নির্ধারণ করা হলেও ধর্ষিতা ও তার পরিবার ওই টাকা পাননি। সালিশের মাতব্বররা জরিমানার ওই টাকা রাতের আঁধারেই ভাগ করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার তরুণীর বড় ভাই মিনার হোসেন জানান, আমজাদ ও তার সহযোগীরা সালিশের মাধ্যমে ধর্ষককে ২৩ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু ওই টাকা তাদের হাতে না দিয়ে রাতেই তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।
১৮ হওয়ার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে ৫০ শতাংশ শহুরে তরুণের (ক্লিক করুন) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।