আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে যত না নক্ষত্র আছে তার চয়েওে বশেি জীব আছে আমাদরে এই গ্রহ।ে।।।।

রাতের নক্ষত্রখচিত আকাশের দিকে তাকিয়ে আমরা প্রায় ভাবি এই সংখ্যা গণনার নয়। এই মহাবিশ্ব সীমাহীন । কিন্তু কখনও কি ভেবেছি আমাদের এই পৃথিবীতে কত প্রাণি আছে , কত উদ্ভিদ আছে। এই সংখ্যা মানুষের ভাবনার বাইরে । জীববিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা বলে, আকাশে যত না তারা আছে তার চেয়েও বেশি প্রাণের বৈচিত্র আছে আমাদের এই ধরিত্রীতে।

যেমন প্রায় সত্তর ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে মানুষের অন্ত্রে এবং তা পরিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর আমাদের মুখেই আছে প্রায় ৩০০ প্রজাতির ব্যাকটেরিয়া। অবাক করার মতই ব্যাপারটি। কতটুকুই বা জানি আমরা পৃথিবীর জীববৈচিত্র সম্পর্কে। জীববৈচিত্র সম্পর্কে এরকম আরও অনেক তথ্য জানা গেছে জীবনের গগণা প্রজেক্ট এর মাধ্যমে, যেটা তত্ত্বাবধায়ন করছে ওয়াল্ড কনজারভেশন মনিটারিং সেন্টার।

লাইফ কাউন্ট প্রজেক্ট এর একটি সম্প্রতি একটি বই প্রকাশিত করেছে। বইটির নাম খরভব ঈড়ঁহঃং:ঈধঃধষড়ঁমযরহম ষরভব ড়হ বধৎঃয । এই বইটেতে সন্নিবেশিত হয়েছে বর্তমান পৃথিবীকে বিভিন্ন জীবের সংখ্যাগত ধারণা। বর্তমান বিশ্বে জীববৈচিত্রের অসংরক্ষিত অবস্থা, প্রাণি-উদ্ভিদ জগৎ সম্পর্কে মানুষের অসচেতনতামূলক আচরণ,জীবের আর্থিক মূল্য, জীব-পরিবেশ সম্পর্ক প্রভূতি বিষয়াদি নিয়ে এই প্রজেক্ট কাজ করে যাচ্ছে। আরও জানতে চোখ রাখুন.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।