কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... আসলে বিন্পি খুব প্রজ্ঞা সম্পন্ন রাজনৈতিক দল।জয়নাল আবেদীন ফারুক আহত হওয়ার পর তাদের পক্ষে অনেক বুদ্ধিজীবি আগমন ঘটেছে। যা ঘটেনি আহসান উল্লা মাষ্টার এবং এ এস এম কিবরিয়া হত্যাকান্ডের পর আওয়ামীলীগের পক্ষে এত বুদ্ধিজীবি খোঁজে পাওয়া যায় নাই। গণতন্ত্রের প্রয়োজনে এখন আর লাল বিপ্লব বা অন্য কোন পন্থা নাই। তবে ক্ষমতার প্রয়োজনে ক্ষমতায় যেয়ে পিডানোর প্রয়োজন দেখা দেয়। অর্থাত ক্ষমতায় থাকতে হলে পিডাতে হবে। পিডানো টাই সকল ক্ষমতার উতস। আবার কোন ক্ষেত্রে আন্দোলন গরম করবার প্রত্যাশায় পিডা খাওয়ার চেষ্টা করা হয়। বিরুধীদলের চিপ হুইপ তাই করেছেন বলে মনে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।