সালাম। টিটি যখন শেয়ার্ড সার্ভার দিয়ে যাত্রা শুরু করে তখন ও টিটির সাথে ছিলাম। এখন টিটি ক্লাউডে, এখনো আছি। অনেক ব্লগারই নীতিমালা অনুসরন করে ব্লগ করছেন না। তার প্রমান আমার টিউন গুলোর বিরোধিতা করে টিউন করা।
কিন্তু টিটির এর সর্বশেষ নীতিমালা অনুসারে এরকম করা যাবেনা ফল শ্রুতিতে সফট রিজেক্ট এবং হার্ড রিজেক্ট রয়েছে।
আমার এডাল্ট সাইট নিয়ে তারা কটু কথা বলেছে। আমি এটিকে জ্ঞান হিসেবে দেখছি এবং অনেকেই এর মূল রহস্য উৎঘাটন করতে পেরেছে। কিভাবে এটি কাজ করে, ইত্যাদি, এটি ওয়েভ মাস্টারদের জন্য একটি জ্ঞান মূলক পোস্ট। যদি এটি নীতিবিরোধি হয় তাহলে টিটি থেকে হ্যাকিং সেকশন মুছে দিতে হবে, কারন তাও সম্পূর্ন নীতি বিরোধি।
এবং আমি SEO সম্পর্কে যা বলে ছি আমাকে প্রমান করে দেখান আমি ভুল বলেছি।
আমি আমার প্রত্যেকটি পোস্টে টিটি নিয়ম ট্যাগ করে দিয়েছি যাতে কোন সমস্যা না হয়। কিন্তু এভাবে পাব্লিক প্লেসে একজন মানুষের নামে এভাবে টিউন করা এবং মডারেটরা কিছু না বলা তা অত্যন্ত দূঃখের ব্যপার।
টিটির মডারেটদের প্রতি সম্মান প্রর্দশন করে বলছি আপনারা ভাই কিছু করেন। এই ব্লগারদের কারনে কেউ ভালো টিউন করতে আগ্রহ করবে না।
সালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।