আমাদের কথা খুঁজে নিন

   

একজন সহব্লগারের আত্মপোলব্ধির প্রতি শ্রদ্ধাঞ্জলি। প্রতি ব্লগার আইলা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল জাতি হিসাবে আমাদের অনেক ভালো গুণের পাশাপাশি খুব দৃস্টিকটুভাবে যে নেতিবাচক গুণটি চোখে পড়ে তার নাম আত্মরম্ভিতা। যার কারণে ভুল থেকে শিক্ষা নেয়া, কিংবা ভুল স্বীকার না করা, বরং ইগোস্টিক হয়ে ঘাড় তেড়া করে বসে থাকা, আমাদের মজ্যাগত বদভ্যাসে পরিণত হয়েছে। তবে মাঝে মাঝে ব্যাতিক্রম দেখলে ভালো লাগে। এমনই ব্যাতিক্রম ঘটিয়েছেন সহব্লগার আইলা। যিনি অনেকদিন ধরেই সামুতে আছেন।

অকপটে যিনি ভুল স্বীকার করলেন, এবং ক্ষমা প্রার্থনা করলেন। এটি একটি উজ্জ্বল দৃস্টান্ত হয়ে থাকলো। তিনি শ্রদ্ধার আসনে আসীন হলেন। ধন্যবাদ দিয়ে তার এই অনুকরণিয় দৃস্টান্তের পরিমাপ করাটা ঠিক হবে না। ক্ষমা চাইছি শ্রদ্ধেয় ব্লগার....... উনি আমার যে পোস্টের কথা উল্লেখ করেছেন, সেটিও পাঠকদের সামনে দেয়া হল।

দেশের বিশিস্ট নাগরিকবৃন্দ, না হয় আমি সেই বালকই হলাম। এই পোস্টের অজুহাতের কারণে আমাকে কমেন্ট ব্যান করা হয়েছে। যার কারণে আমি আমার পোস্টে মন্তব্যকারিদের পোস্টে মন্তব্য করতে পারি না। আর একই কারণে আইলা ভাইয়ের ওই পোস্টে গিয়েও ধন্যবাদটুকুও জ্ঞাপন করতে পারিনি। তাই সংক্ষেপে নতুন করে পোস্ট দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।

আইলা ভাইয়ের ওই পোস্টে সবাই যখন তার আত্মপোলব্ধির জন্য সাধুবাদ জানাচ্ছে, তখন ব্লগের একজন চিহ্নিত লোক সেখানেও শ্লেষাত্মক মন্তব্য দিয়েছে। একজন শিক্ষকের সন্তানের এহেন আচরন "প্রদীপের নীচে অন্ধকার" প্রবাদটির কথা মনে করিয়ে দেয়। অবশ্য শিক্ষিত এবং সুযোগ্য হলে, কেউ ভারতীয় নায়িকাদের অর্ধনগ্ন ছবি দিয়ে দৃস্টি আকর্ষনকারি নিউজ পোর্টালে চাকরি করতো না। এই ব্লগে ভিলেজ পলিটিক্স করা যে কয়টা বাকশালি ভারতপ্রেমিক রয়েছে, ঐ ব্যাক্তি সেই গ্রুপেরই একজন। এখন সিদ্ধান্ত সাধারণ পাঠকদের।

তাকে প্রশ্রয় দেবেন? নাকি অবজ্ঞা?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.