বুঝেশুনে হ্যাঁ বলুন।
অনেক হইছে ভাইসকল আর না, আমার ৫ মেগাপিক্সেলের Olympus দিয়া আর পোষায় না। টেকনোলজি অনেক আগাইয়া গেছে আর ফাটাফাটি সব ক্যামেরা ভালো দামেই এখন পাওয়া যায়, তো এখন আর প্রাগৈতিহাসিক মডেলের ক্যামেরা নিয়া গুঁতাগুঁতি করতে মঞ্চায় না। নেটে খানিক খোঁজাখুঁজি করলাম আর ব্লগের সব তুখোড় শুটার (!)রা তো আছেনই আমারে পথ দেখানোর জন্য। ভাইয়েরা আমি আবার ক্যাজুয়াল শুটার, ফটোগ্রাফীর অলিগলি আমার কোন কিছু জানা নাই।
তাই SLR বা DSLR আমার জন্য না, শুরুতেই বইলা দিলাম। আমার টার্গেট মেইনলি Point & Shoot/Ultra compact ডিজাইনের দিকে।
আমার যেটা দরকার, সেটা হল পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলা বা বেড়াতে গেলে ভালো কোয়ালিটির সুন্দর স্ন্যাপ যাতে নিতে পারি সেইরকম হইতে হইব। সেইসাথে অল্প আলোয় যাতে ভালো ছবি তুলন যায় সেটাও থাকতে হইবো। প্লাস হাই ডেফিনেশন ভিডিও রেকর্ড করার অপশন টাও এখনকার জন্য দরকার হইয়া পড়ছে।
কয়েকদিন নেটে সার্চ মাইরা কিছু মডেলের উপর আমার নেক নজর পড়ছে। ভাইজানেরা একটু কইয়েন যে-
১) কোনটা আমার প্রয়োজন অনুযায়ী মানানসই?
২) বাংলাদেশে পাওয়া যায় কিনা, গেলে কোন জায়গায় পাওয়া যাইতে পারে? কেননা অনেকদিন ক্যামেরা কেনাবেচা নিয়া খোঁজখবর রাখি না।
আর
৩) দাম কত হইতে পারে?কইয়া রাখি আমার বাজেট ২২,০০০ টাকা।
মডেলগুলান হইলো-
Canon Powershot IXUS 130IS
Canon Powershot ELPH 100HS/IXUS 115HS
Canon Powershot ELPH 300HS/IXUS 220HS
Nikon Coolpix S3100
Panasonic Lumix FH25
Sony Cybershot DSC-TX10
Sony Cyber-shot DSC-W350
Sony Cybershot DSC-WX7
Sony Cybershot DSC-WX9
তো ভাই ও বইনেরা, আপনেরা আওয়াজ দেন তো বড় উপকার হয় আর যদি আপনাদের নিজস্ব কোন রেকমেন্ডেশন থাকে তাও কইয়া ফেলাইয়েন দ্বিধা ছাড়াই। শুভসন্ধ্যা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।