জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
এই বৈশাখে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় রিলিজ পেয়েছে জনপ্রিয় মিউজিশিয়ন হাবিবের নতুন অ্যালবাম ‘আহ্বান’। বাজারে মুক্তির পর থেকেই এই অ্যালবাম নিয়ে বির্তকের শেষ নেই। শুরুতে বিৃটিশ মিউজিশিয়ান জর্জ মাইকেলের ‘ওল্ডার’ অ্যালবামের প্রচ্ছদের সঙ্গে হাবিবের ‘আহ্বান’অ্যালবামের এর প্রছদ মিল নিয়ে ঝড় উঠলে হাবিব তা মেনে নেন।
স¤প্রতি আবারো এই অ্যালবামের গান নিয়েও শ্রোতামহলে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাবিবের সুর ও সংগীতে ফেরদৌস ওয়াহিদের গাওয়া ও মিষ্টি মেয়ে গানটির গঠন হিন্দি জয়-বীরু ছবির তেনু লা গানটির গঠনের সঙ্গে পুরোপুরি মিল দেখা যাচ্ছে। এমনকি বিষয়টি দেশের সেরা কয়েকজন সংগীত আয়োজক ও সংগীতবোদ্ধাদের নজরে পড়ে। খোঁজ নিয়ে যায়, হিন্দী গান থেকে হাবিবের গানটির পার্থক্য বলতে সংগীতের স্কেল পরিবর্তন। গানটির বিষয়ে হাবিবের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য গত ৪ জুন থেকে অ্যালবামটি ডেডলাইন মিউজিকের ব্যানারে অডিও বাজারে সিডি আকারে পাওযা যাচ্ছে। এর আগে এই অ্যালবামের গানগুলো বাংলালিংকের গ্রাহকরা এবং এফএম রেডিওর শ্রোতারা শুনেছেন।
****** লিখাটি মিডিয়া ভুবনের জন্য লিখিত *******
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।