সকাল থেকে এদিক সেদিক ঘুরেঘুরে বেশ ক্লান্ত। ৪ টা ৩০মি.এর দিকে ভাবলাম একটু রেস্ট নি। মা,৩ বছরের ভাগ্নি ঘুমে। কেবল শুয়েছি,প্রকট শব্দে মাথা নস্ট অবস্থা। ভাবলাম গাড়ি যাচ্ছে ।
১০ সেকেন্ড পর আবার,আরো বেসি সময় ধরে। টানা ২০ থেকে ২৫ মি. এভাবেই চলল।
পো.......................পো...........................
এর মধ্যে বাচ্চা মেয়েটা জেগে কান্না শুরু করেছে । আমি বাইরে গিয়ে দেখি এক ভদ্রলোক তার গাড়ীর হর্ন বাজিয়ে টেস্ট করছে। বাহ !খুব ভাল লাগল।
ভদ্রলোক কে বললাম,
০০০ "ভাই বিকালে তো সবাই একটু রেস্ট করে,আপনি লাগাতার হর্ন বাজিয়েই যাচ্ছেন ,সমস্যা হচ্ছে, দয়াকরে অফ করেন। "
উনি বললেন
০০০ "যান মিয়া ,দেহেন না কাম করতাছি?"
০০০ "আপনি হর্ন ঠিক করবেন তো ওয়ার্কশপ এ
যাচ্ছেন না কেন?
০০০ "আমার ইচ্ছা,বেশী কথা কইলে তর রুম এ নিয়া বাজামু। যা এহেন্তে। "
আমি বুঝলাম উনারে বলে কন লাভ নাই। পরে কেচো খুরতে গিয়ে সাপের কামর খাওয়া লাগবে।
এর চেয়ে ভাল উচ্চ শব্দ শুনি।
হায়রে প্রতিবেশি। আমি ধন্য তোমাকে পাসে পেয়ে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।