আমি প্রকৃতিপ্রেমী ছিলাম না। কিন্তু আমার ইদানিংকার কর্মকাণ্ডে নিজেকে একজন চরম মাত্রার প্রকৃতিপ্রেমী ও পরিবেশপ্রেমী বলে মনে হচ্ছে। একটু খুলেই বলি ঘটনাটা। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পারি কিংবা না পারি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর খাতায় একটা শব্দও লিখতে আমার মন চায় না।
এরপরেও কষ্টেসৃষ্টে কিছু লিখি। আমি লক্ষ্য করি আমার সহপাঠী বন্ধুরা অতিরিক্ত কাগজ নিচ্ছে। আমি মোটকা মূল উত্তরপত্রের অর্ধেকও শেষ করতে পারি না উনারা লুজ ক্যামনে নেয় তা আমার জানা নেই। আমি তো পারলে চার পৃষ্টার উত্তর ছোট করে এক পৃষ্টায় নিয়ে আসি। হুদা গেজাইতে আমার মোটেই ভাল লাগে না।
এত কথা লিখতে গেলে সে যে কী নিদারুন পরিশ্রম হয় তা তো বলে বোঝানো যাবে না, বুঝে নিতে হবে! তাছাড়া যত বেশি লিখব তত বেশি কাগজ নষ্ট হবে। বিশ্ব আজ বৃক্ষহীন হয়ে পড়ছে। পরিবেশ আজ বিপর্যয়ের সম্মুখীন। এ পরিস্থিতিতে পাবলিক খাতা ভইরা লিখে লিখে গাছের বারোটা যোগ এক তেরটা বাজাইতেসে। আর আমার মত প্রকৃতিপ্রেমিক এ অবস্থা সইতে না পেরে চার পৃষ্টার উত্তর এক পৃষ্টায় নিয়ে আসছে।
উল্লেখ্য, বিরাট প্যাঁচাল চমৎকার ভাবে পিচ্চি করে আনার স্বপ্রতিভা দেখে ইদানিং আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমি দেড়শ' পৃষ্ঠারএকখানা খাতা কিনলে দেখি দুই বছরেও দেখি সেইটা শেষ করতে পারি না। কলেজের খাতা আমি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষেও ব্যবহার করছি । আমার বন্ধুরা কোর্স অ্যাসাইমেন্ট করে ১৫-২০ পৃষ্ঠা আর আমি করি ৪-৫ পৃষ্ঠা। অ্যাসাইমেন্টে তারা কৃতজ্ঞতা, সূচীপত্র, ছবি এইসব আবজাব যোগ করে।
আর আমার মত মহান বৃক্ষপ্রেমী কৃতজ্ঞতা, সূচী তো দূরের কথা পারলে কভার পেইজই করে না। পরীক্ষার খাতায় আমার কলম চলে না কিন্তু ব্লগে দেখি কলম থুক্কু কি-বোর্ড খালি চলতেই চায়। প্রকৃতিপ্রেম বিশেষ করে বৃক্ষপ্রেমের কারণেই যে আমার এরকম হয় তা নিশ্চয়ই আপনাদের আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না :p । দেশের গাছ রক্ষায় এবং কর্ণফুলি কাগজ কলের ওপর চাপ কমিয়ে আনাতে আমি যে ভূমিকা পালন করছি তাতে নিঃসন্দেহে আমাকে বাংলাদেশের এক নম্বর পরিবেশপ্রেমী বলা যায়। আর আমিও বলি, "আমার চেয়ে বেশি এই পরিবেশকে আর কে ভালবাসে?"
[প্রধানমন্ত্রী কর্তৃক উৎসাহিত] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।