আমাদের কথা খুঁজে নিন

   

মনমোহনের মন্তব্য তার মূল্যায়ন নয়: ভারত

একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা বাংলাদেশ সম্পর্কে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই বাংলাদেশ সম্পর্কে তার মূল্যায়ন নয় বলে দাবি করেছে ভারত সরকার। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ওই বক্তব্যের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকারের স্থিতিশীল অবস্থানের কথাই উল্লেখ করা হয়েছে। বুধবার নয়া দিল্লিতে ভারতের পাঁচটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।

" সম্পাদকদের সঙ্গে ওই আলোচনার লিখিত রূপ প্রধানমন্ত্রী ওয়েবসাইটে প্রকাশের পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শুক্রবার ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্করণে 'প্রাইম মিনিস্টারস কমেন্ট অন বাংলাদেশ রেইজেস আইব্রোস' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সাবেক কূটনীতিবিদদের অনেকেই ভারতীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে একমত নন। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি হিন্দুকে বলেন, কোনো দেশের মানুষকেই 'এভাবে' চিহ্নিত করা যায় না। একই ধরনের প্রতিক্রিয়া বিবিসিকে জানান সাবেক হাইকমিশনার দেব মুখার্জিও। এরপর শনিবার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে আলোচনার লিখিত রূপ সংশোধিত আকারে প্রকাশ দেখা যায়।

তাতে বাংলাদেশ সম্পর্কে আগের করা মন্তব্যগুলো তো বটেই, কোনো বক্তব্যই নেই। আগামী কয়েক মাসের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা রয়েছে। মনমোহনের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.