আমাদের কথা খুঁজে নিন

   

মনমোহনের সম্পদের মূল্য সাড়ে ১১ কোটি রুপি

রাজ্যসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজের মনোনয়নপত্র বুধবার আসামের রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার সময় সংযুক্ত হলফনামা থেকে মনমোহনের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জানা যায় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়, ড. মনমোহন সিং-এর বার্ষিক আয় ৪০ লাখ রুপি। তিনি আরো ঘোষণা দেন, তার অস্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার ১শ’ ৮৮ রুপি। এই অস্থাবর সম্পদের মধ্যে পাঁচটি ফিক্সড ডিপোজিট এবং তিনটি সেভিং অ্যাকাউন্টও রয়েছে।
পাশাপাশি তিনি তার স্থাবর সম্পত্তির হিসাবও দিয়েছে।

তাতে তিনি ঘোষণা করেছেন, তার স্থাবর সম্পত্তির মূল্য ৭ কোটি ৫২ লাখ ৫০ হাজার রুপি। এই সম্পত্তির মধ্যে চণ্ডিগড়ে একটি আবাসিক ভবন এবং নয়া দিল্লিতে একটি অ্যাপার্টমেন্টও রয়েছে।
মনমোহনের ১৯৯৬ মডেলের মারুতি গাড়িটির মূল্য ২১ হাজার ৩৩ রুপি।
প্রধানমন্ত্রী মনমোহনের স্ত্রী গুরশারন কাউরের নগদ অর্থ রয়েছে মাত্র ২০ হাজার রুপি। তার অস্থাবর সম্পদের মূল্য ২০ লাখ ৩১ হাজার ৩শ’ ৮৫ রুপি।

এরমধ্যে ১৫০.৮ গ্রাম স্বর্ণও রয়েছে। তার সেভিং অ্যাকউন্টে রয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৫শ’ ৭০ রুপি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.